নির্দিষ্ট ফির বিনিময়ে জাতীয় আরকাইভস থেকে তথ্য দেওয়ার বিধান রেখে নতুন একটি আইন করার প্রস্তাব সংসদে পাস হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বৃহস্পতিবার সংসদে ১৯৮৩ সালের এ সংক্রান্ত অ্যধাদেশ বাতিল করে ‘বাংলাদেশ জাতীয় আরকাইভস বিল-২০২১’ পাসের প্রস্তাব করেন। পরে সেটি কণ্ঠ ভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠাতো এবং সংশোধনীগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।