শয্যা খালি নেই, শিশু হাসপাতালে ডেঙ্গুরোগী সামলাতে হিমশিম

জাগো নিউজ ২৪ ঢাকা শিশু হাসপাতাল প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৬

দেশে করোনা সংক্রমণ ক্রমে নিম্নমুখী হলেও ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। আর এডিস মশাবাহিত এ রোগে তুলনামূলকভাবে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতিতে রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গুরোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। শয্যা খালি না থাকায় নতুন রোগীদের ভর্তি নেওয়া যাচ্ছে না। বর্তমানে তিন মাসের শিশুসহ বিভিন্ন বয়সের ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালটিতে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।


বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা শিশু হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের তিন তলায় ডেঙ্গু ইউনিটে ভর্তি রয়েছে তিন মাস ১০ দিন বয়সী শিশু মুন তাহা। গত সাত দিন আগে তার গায়ে জ্বর আসে। এতে সে ভীষণ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। নানা পরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে। তিন দিন আগে ঝিনাইদহ থেকে ঢাকায় এনে তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও