
কারিনার বিশেষ ফেসমাস্ক, ত্বক হবে ফর্সা ও দাগহীন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। তার ভক্তসংখ্যা নেহাত কম নয়। বলিউডের বেবো নামে খ্যাত এই অভিনেত্রী দুই সন্তানের মা হয়েও ফিটনেস ও সৌন্দর্য ঠিক আগের মতোই ধরে রেখেছেন। নিজের বয়স যেন কুড়িতেই আটকে রেখেছেন কারিনা।
তার দাগহীন ফর্সা ত্বক দেখলে যে কারও হিংসা হবে! এই নায়িকা তার মেদহীন শরীর ও দাগহীন মসৃণ ত্বকের জন্য সবার নজর কেড়েছেন সেই প্রথম থেকেই। তবে কারিনার ফর্সা ও দাগহীন ত্বকের রহস্য কী?