বিকাশে পেমেন্ট নিতে চান না উবার চালকরা

বার্তা২৪ প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৮

রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে থেকে রাইড শেয়ারিং সার্ভিস উবারে রিকোয়েস্ট পাঠান আনিসুর রহমান। তিনি ঢাকা ক্যান্টনমেন্টের বাগানবাড়ি এলাকায় যাবেন। একটু অপেক্ষার পর একটি গাড়ির সন্ধান দেয় উবার। উবার থেকে কল করে বলা হয়, টাকা ক্যাশে দিবেন নাকি বিকাশে? আনিসুর রহমান জানান, বিকাশে। চালক বিকাশে যাবেন না বলে না করে দেন।


আনিস বাধ্য হয়ে রিকোয়েস্ট বাতিল করে ফের রিকোয়েস্ট পাঠান। এবারও সেই একই চালককে খুঁজে দেয় উবার। আনিস এবারও রিকোয়েস্ট বাতিল করে দেন এবং ওয়ালেট পরিবর্তন করে ক্যাশ সিলেক্ট করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও