![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/socialmark-images/1631683959750286.jpg)
আরও দুই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল নর্থ কোরিয়া
জাপানে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর তিনদিনের মধ্যে আরও দুটি দূরপাল্লার (ব্যালিস্টিক) ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া।
পূর্ব চীন সাগরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয় বলে নিশ্চিত করেছে সাউথ কোরিয়ার সামরিক প্রধান।