![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-09%252Ff3a846e9-f533-4165-b849-e4682023d93f%252Fclimate.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
৪০ বছরে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে দ্বিগুণ
প্রথম আলো
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:৩২
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। আশির দশক থেকে প্রতি বছর তাপমাত্রা দ্বিগুণ পরিমাণে বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। গ্লোবাল বিবিসির এক বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
এতে আরও বলা হয়, বিশ্বে আগের তুলনায় আরও বেশি অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির ঘটনা বেড়েছে। যা মানুষের স্বাস্থ্য এবং জীবনধারণের ক্ষেত্রে অস্বাভাবিক প্রভাব ফেলেছে।