বাংলাদেশ-ওমানের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ার সুযোগ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
ইত্তেফাক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯
বাংলাদেশ ও ওমানের পারস্পরিক স্বার্থে বাণিজ্যে সবোর্চ্চ সুবিধা লাভে দ্বিপক্ষীয় অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) অথবা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের (এফটিএ) সম্ভাব্যতা যাচাই করে দেখতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘গত দশকে বাংলাদেশ-ওমানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে, তবে খুবই সামান্য। আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানো ও বাণিজ্য পণ্য বহুমুখীকরণের অনেক সুযোগ রয়েছে।’