দ্বিতীয় পর্ব শুরুর আগেই অশান্তি সাকিবের কেকেআরে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩
দ্বিতীয় পর্বে আগামী ২০ সেপ্টেম্বর প্রথম মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচটির আগেই অশান্তির দাবানল জ্বলে উঠলো কেকেআর শিবিরে।
অধিনায়ক ইয়ন মরগ্যানকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন দলের অন্যতম ক্রিকেটার কুলদীপ যাদব। হঠাৎই বিস্ফোরক অবস্থানে কেকেআরের এই স্পিনার। এবারের আইপিএলে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি কুলদীপ। জানেনও না, আদৌ দ্বিতীয় পর্বে সুযোগ পাবেন কি না।