You have reached your daily news limit

Please log in to continue


পলিথিন-ওয়ান টাইম কাপ-প্লেট বন্ধ না হওয়ার কারণ কী

সম্প্রতি দেশে ওয়ান টাইম (একবার ব্যবহারযোগ্য) প্লাস্টিক পণ্যের ব্যবহার অস্বাভাবিকভাবে বেড়েছে। এরমধ্যে রয়েছে বোতল, গ্লাস, কাপ, প্লেট, বক্স ও চামচ। এসব ব্যবহার শেষে এসব পণ্য ফেলে দেওয়া হচ্ছে যেখানে-সেখানে। এতে একদিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে দূষিত হচ্ছে পরিবেশ। এক গবেষণায় দেখা গেছে, গত দুই দশকে শুধু রাজধানীতেই প্লাস্টিক বর্জ্য বেড়েছে ৩ গুণের বেশি।

স্বাস্থ্যবিদ ও পরিবেশবাদীরা বলছেন, অবিলম্বে এসব পণ্যের ব্যবহার বন্ধ না করলে এগুলো পরিবেশ মানবস্বাস্থ্যের জন্য ভয়ানক হুমকির কারণ হয়ে দাঁড়াবে। তবে, এমন সতর্কতার পরও এসব পণ্য কেন বন্ধ হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্বাস্থ্যবিদ, পরিবেশবাদীরা। তারা বলছেন, আগে এসব পণ্য বাজারজাত করাসহ ব্যবহারের পেছনে কী কারণ রয়েছে, তা আগে উদঘাটন করতে হবে।

এদিকে, ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা ওয়ান টাইম পাত্র ছাড়া খাবার খাচ্ছেন না। অতিরিক্ত খরচ হলেও এসব পাত্রে খাবার নিতে চান ক্রেতারা। তাই বাধ্য হয়ে দোকানিরাও ‘স্বাস্থ্যহানিকর’ এসব পণ্যে খাবার পরিবেশন করছেন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন