স্কুলভবন-শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা ভর্তি হলো মাদরাসায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২১
দেড় বছর বন্ধ থাকার পর সারাদেশের মতো কুড়িগ্রামেও বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (১২ সেপ্টেম্বর) ক্লাস শুরু হয়েছে। তবে স্কুলভবন না থাকা ও শিক্ষক-শিক্ষিকার অনুপস্থিতির কারণে ক্লাস থেকে বঞ্চিত হয়েছে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুর্বল ম্যানেজিং কমিটির কারণে শিক্ষকদের নিয়মিত স্কুলে না আসা, ভবন নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে হুমকির মুখে পড়েছে প্রতিষ্ঠানটির কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থা।