মসজিদের পোলাও খেয়ে অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ

ঢাকা টাইমস পাঁচবিবি প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:৫৯

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মসজিদে মিলাদের পোলাও খেয়ে তিন গ্রামের নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। হটাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বেড না থাকায় হাসপাতালের মেঝেতে অবস্থান করছেন অনেকে। রবিবার হাসপাতালে গিয়ে এ চিত্র পাওয়া যায়।


উপজেলার বেলখুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ মন্ডল ও মল্লিক বলেন, ‘কিছুদিন আগে আমাদের গ্রামের বজলুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। গত শুক্রবার দুপুরে গ্রামের মসজিদে দোয়া মাহফিল ও তবারক হিসেবে পোলাও রান্নার আয়োজন করে মৃত ব্যক্তির পরিবার। সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের অর্ধশতাধিক মানুষ ডায়রিয়া, বমি ও পেটে অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও