![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F12%2Firaq.jpg%3Fitok%3DUSgWnQIM)
ইরাকে মার্কিন সেনাদের অবস্থানের কাছে ড্রোন হামলা
ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। কুর্দিশ নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে গতকাল শনিবার ড্রোন হামলায় অন্তত ছয়টি বিস্ফোরণের কথা জানা গেছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ড্রোন হামলা
- মার্কিন সেনা