![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feducation%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fschool-1-20210911215618.jpg)
বিদ্যালয়ে প্রস্তুত ‘আইসোলেশন রুম’
‘আইসোলেশন রুম’ প্রস্তুত করে রেখেছে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এই প্রস্তুতি।সরেজমিনে দেখা যায়, স্কুলের নিচতলার একটি রুমের দরজার সামনে লেখা ‘আইসোলেশন রুম’। দরজা খুলেই দেখা যায়, একপাশে একটি বেড রাখা। অন্য পাশে একটি টেবিল ও চেয়ার রাখা, যেখানে বসবেন চিকিৎসক। এছাড়া অসুস্থ হলে আনা-নেওয়ার জন্য রয়েছে হুইলচেয়ার।