এডিপিতে ধীরগতি: দুই মাসে এক টাকাও খরচ নেই ৭ মন্ত্রণালয়-বিভাগের
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৮
মহামারি করোনাভাইরাসের কারণে চলতি অর্থবছরের (২০২১-২০২২) প্রথমেই মন্থর হয়ে পড়েছে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হার। ২০২১-২২ অর্থবছরের প্রথম দু’মাসে (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অগ্রগতির হার মাত্র তিন দশমিক ৫২ শতাংশ।
গত বছর করোনার প্রকোপ শুরু হলেও থেমে থাকেনি মেগা প্রকল্পগুলোর কাজের গতি। গত অর্থবছরের একই সময়ে এডিপির অগ্রগতি ছিল ৩ দশমিক ৮৯ শতাংশ। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।