![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Sep/10/1631249240540.jpg&width=600&height=315&top=271)
জলবসন্ত নাকি হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ!
বার্তা২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৭
এটি ছোঁয়াচে এবং মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। তবে বড়দেরও হতে পারে। এর লক্ষণগুলোর সাথে জলবসন্তের মিল রয়েছে। অনেক অভিভাবক এটিকে জলবসন্তের সাথে মিলিয়ে ফেলেন। এমনকি চিকিৎসকেরাও অনেকসময় ভুল করে থাকেন। 'হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ' নামের রোগটি বাংলাদেশে খুব একটা হয় না। তবে চিকিৎসকেরা বলছেন, ইদানিং রোগটি আগের চেয়ে কিছুটা বেশি দেখা যাচ্ছে।