![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2021%2F09%2F09%2F95a4e37b28b7f8d60abe06a95e17841e-613a28f68c28c.jpg%3Fjadewits_media_id%3D747019)
শিক্ষার্থীদের আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি মওকুফ
করোনাকালীন শিক্ষার্থীদের আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি মওকুফ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ৫০৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন। আবাসিক হলের ভাড়া ও পরিবহন ফি মওকুফের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাবিবুর রহমান।