![](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2019November/shamim-20210909205309.jpg)
যুবদল আর জাতীয় দলে খেলার পার্থক্যটা বুঝতে পারছেন শামীম
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৩
যে ১৫ জনকে দিয়ে সাজানো বাংলাদেশের স্কোয়াড, তাদের ৯ জনই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। সেই বিশ্বমঞ্চে ওঠার নতুন বহরের একজন শামীম হোসেন পাটোয়ারী। শামীমের অবশ্য বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, তবে সেটা বড়দের নয়, যুব বিশ্বকাপ। শুধু অভিজ্ঞতাই নয়, ওই বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন চাঁদপুরের ছেলে শামীম।