অবিশ্বাস্য আতঙ্কে আছেন আফগান নারীরা : জাতিসংঘ
রাজনৈতিক পালাবদলের পর আফগানিস্তানের সমাজে নারীদের অবস্থান কেমন হবে এবং তারা কতখানি সামাজিক অধিকার ভোগ করবেন-বিষয়টি এখনও স্পষ্ট না হওয়ায় আফগান নারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক কাজ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী বিষয়ক উপপ্রধান অ্যালিসন ডাভিডিয়ান।
বুধবার কাবুল থেকে নিউইয়র্কের সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দিয়েছেন জাতিসংঘের এই কর্মকর্তা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তালেবান এখনও নারীদের বিষয়ে তাদের অবস্থান পুরোপুরি স্পষ্ট করেনি এবং এ ব্যাপারটি আফগান নারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। পুরো আফগানিস্তানের নারীরাই এখন তাদের ভবিষ্যত নিয়ে আতঙ্কে আছেন।’