বেকার সমস্যা ও সংসদ সদস্যের বিবাহতত্ত্ব
দেশে বেকার সমস্যা সমাধানকল্পে চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধে আইন চেয়েছেন বগুড়া থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য। বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত এই সাংসদ গত ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদে 'জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১' এর ওপর আলোচনা করতে গিয়ে এই দাবি উত্থাপন করেন।
পত্রিকার খবর মতে, সংসদ সদস্য এই অভিনব দাবিটি উত্থাপনকালে সংসদে হাসির রোল পড়ে যায়। সংসদের বাইরেও বিশেষ করে সোস্যাল মিডিয়ায় এ নিয়ে হাস্যরসের বান বয়ে চলেছে। কিন্তু তত্ত্বটা যতই হাস্যরসাত্মক হোক না কেনো, এতে যে মৌলিকত্ব আছে— তাতে কোনোই সন্দেহ নেই।