কাজ করে না সিগন্যাল বাতি, রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা চলছে হাতের ইশারায়
দেশজুড়ে ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও তার কোনও প্রতিফলন নেই রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায়। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১১০টি সিগন্যাল পয়েন্টের মধ্যে কতটি সচল রয়েছে- তা বলতে পারবেন না কেউই। সিগন্যাল পোস্ট থাকলেও বেশিরভাগে বাতি জ্বলে না। আবার দু-একটিতে জ্বললেও সে অনুযায়ী গাড়ি চলে না, চলতে দেওয়া হয় না। সবুজ বাতি জ্বলেছে, কিন্তু গাড়ি চলছে না, কারণ ট্রাফিক পুলিশ হাত তুলে থামিয়ে রেখেছে।