যে কারণে কাঁচাপাটের মজুত ঠেকানো জরুরি
কাঁচাপাটের বাজারে চলছে নৈরাজ্য। অবৈধ মজুতের কারণে হিমশিম খাচ্ছে বেসরকারি পাটকলগুলো। আপাতত ভালো দাম পেলেও কাঁচাপাটের বাজার নিয়ে যে ‘জুয়া’ শুরু হয়েছে তাতে পাটের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরাও। এখন বেশি দামে পাট কেনা হলেও পরে পাটপণ্যের প্রতি আগ্রহ হারাবেন দেশি-বিদেশি ক্রেতারা। তখন বাজার দখল করবে সিনথেটিক পণ্য। ফলে পাটপণ্যের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হবে বাংলাদেশের। তখন ক্ষতি শুধু পাটকল মালিককে নয়, বয়ে বেড়াতে হবে কৃষককেও। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য।