![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhoney-20210907162600.jpg)
সাতক্ষীরায় ১০৫ ড্রাম ভেজাল মধু জব্দ
সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার হরিনগর বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মধু জব্দ করেছে র্যাব। এ সময় দুই ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।