![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/09/07/og/090505_bangladesh_pratidin_pele.jpg)
সুস্থ হয়ে উঠছেন পেলে
ব্রাজিলের ফুটবল কিংবদন্তী পেলে জানিয়েছেন, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন। এখন ভালো বোধ করছেন।’ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
গত শনিবার টিউমার অপারেশন করান পেলে। তবে সেটি ক্ষতিকর টিউমার ছিল কী না জানাননি তিনবারের বিশ্বকাপজয়ী পেলে।