দোহার-নবাবগঞ্জে বন্যায় পানিবন্দি হাজারো মানুষ
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে উপজেলা দুটিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা বন্যায় প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছে পানিবন্দি হাজারো মানুষ। দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জ রক্ষাবাঁধ সংলগ্ন প্রায় ৩৫টি গ্রামসহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নবাবগঞ্জ উপজেলার নদীর তীরবর্তী বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবারের হাজারো মানুষ। অপরদিকে দোহার উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, বিলাসপুর ও নারিশা ইউনিয়নের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।