মোহনগঞ্জে বাল্য বিয়ে বন্ধ করলেন ইউপি চেয়ারম্যান
নেত্রকোনার মোহনগঞ্জে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান। বাল্য বিয়ের আয়োজনের খবরে স্থানীয় প্রশাসনকে নিয়ে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে অবশেষে বন্ধ করা হয় বিষয়টি।
উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে শনিবার বর আসবে তাই শুক্রবার রাত থেকেই শুরু হয়েছিলো এ বিয়ের আয়োজন। শনিবার সকালে রামজীবনপুর গ্রামের রুপচান মিয়া তার অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে দেয়ার সকল আয়োজন করেন। শুক্রবার রাত থেকেই চলছিল গেট নির্মাণসহ খাবার-দাবারের নানা আয়োজন। কিন্তু কোন না কোন ভাবে এ খবর পৌঁছে যায় প্রশাসন, মহিলা বিষয়ক কার্যালয়, স্থানীয় স্বাবলম্বী অফিসসহ কর্মকর্তাদের কাছে। এরপর থেকে বাল্য বিয়ে ঠেকাতে তৎপর হয়ে ওঠেন সকলে।