সাংবাদিকদের এত ভয় কেন?
কয়েকটি সংবাদ শিরোনামে চোখ বুলানো যাক। ‘বিএসএমএমইউতে বাংলা ট্রিবিউনের সাংবাদিককে হেনস্তা’; ‘মানিকগঞ্জ জেলা হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা’; ‘অনুমতি নিয়ে সাংবাদিকদের হাসপাতালে ঢুকতে বললেন স্বাস্থ্যমন্ত্রী’; ‘গণমাধ্যমে কথা বলতে অনুমতি লাগবে সরকারি কর্মচারীদের’; ‘সাংবাদিক হয়রানির প্রতিবাদে ইসির সামনে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন’– ইন্টারনেটে সার্চ দিলে এরকম আরও সংবাদ পাওয়া যাবে। প্রশ্ন হলো, সাংবাদিকদের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠানগুলোর এরকম ভীতির কারণ কী?
গত ১৬ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হন বাংলা ট্রিবিউনের প্রতিবেদক জাকিয়া আহমেদ। পরীবাগের ডক্টরস ডরমেটরি ভবনে টিকা নিতে আসা মানুষের ভোগান্তি হচ্ছে কিনা, টিকা কেন্দ্রের কী অবস্থা দেখার পাশাপাশি টিকা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় টিকাকেন্দ্রের অবস্থা ভিডিও করার সময় সেখানে দায়িত্বরত রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী দলের টিম লিডার পরিচয়ে এক নারী তাকে বাধা দেন।