![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F04%2Franu.jpg%3Fitok%3DT-ZWq5mB)
আসছে রানু মণ্ডলের বায়োপিক ‘মিস রানু মারিয়া’
ছিলেন রেলস্টেশনের ভবঘুরে, ভিক্ষুক। যাঁকে কেউ একসময় পাত্তাও দেননি, আজ তিনি বড় তারকা। রাতারাতি বদলে গেছে রানুর জীবন। রানু মণ্ডলের গাওয়া লতা মঙ্গেশকরের ‘এক পেয়ার কা নাগমা’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর খুলে যায় ভাগ্য। রাতারাতি তারকা বনে যান স্টেশনের রানু।
ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে ‘তেরি মেরি কাহানি’র পর ‘আদত’ ও ‘আশিকি ম্যায় তেরি’ গান রেকর্ড করেন রানু। এবার রানু মণ্ডলের জীবনী নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা। ঋষিকেশ মণ্ডলের পরিচালনায় সিনেমার নাম ‘মিস রানু মারিয়া’।
- ট্যাগ:
- বিনোদন
- বায়োপিক
- সঙ্গীত শিল্পী
- রানু মন্ডল