৩৬৭০ কোটি টাকার প্রকল্প, সক্ষমতার অর্ধেক অব্যবহৃত
পদ্মা নদীর পানি পরিশোধন করে রাজধানীবাসীকে সরবরাহ করতে ৩ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয় করেছে ঢাকা ওয়াসা। কিন্তু শোধনাগার থেকে পানি রাজধানীতে আনার সরবরাহ লাইনই স্থাপন করেনি সংস্থাটি। এ কারণে শোধনাগারের সক্ষমতার প্রায় ৫০ শতাংশই অব্যবহৃত থাকছে দুই বছর ধরে। এখন পানি সরবরাহের লাইন নির্মাণে আরও ৬৩২ কোটি টাকার নতুন প্রকল্প নিতে চাচ্ছে ওয়াসা।
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা-যশলদিয়া পানি শোধনাগার প্রকল্পটি (পর্ব-১) ২০১৯ সালের অক্টোবরে চালু করা হয়। দিনে ৪৫ কোটি লিটার পানি সরবরাহের কথা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে গড়ে ২৪ কোটি লিটার।