![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/08/12/samsung-new-foldable-120821-02.jpg/ALTERNATES/w640/samsung-new-foldable-120821-02.jpg)
প্রি-অর্ডার চলছে গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি এবং জেড ফ্লিপ৩ ৫জি'র
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬
স্যামসাং বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড৩ ৫জি এবং জেড ফ্লিপ৩ ৫জি ফোনের প্রি-অর্ডার নিতে শুরু করেছে। এ আয়োজনে নানা অফারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি অ্যাশিওরড বাই ব্যাক অফার চালু করার কথা জানিয়েছে, যার আওতায় ক্রেতারা গ্যালাক্সি ফোল্ড ডিভাইসের পরবর্তী ক্রয়ে এক্সচেঞ্জ ভ্যালু হিসেবে ন্যূনতম এক লাখ টাকা পাবেন। ক্রেতারা পাঁচ হাজার টাকা পরিশোধের মাধ্যমে অফারটি সাবস্ক্রাইব করতে পারবেন।