বিশ্ববিদ্যালয়ের ফলাফলে এগিয়ে গ্রামের শিক্ষার্থীরা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি গবেষণা বলছে, বিশ্ববিদ্যালয়ে শহরের তুলনায় গ্রাম থেকে পড়তে আসা শিক্ষার্থীরাই পরীক্ষায় ভালো ফলাফল করছেন। আর ভালো ফলাফলে নিজের প্রযুক্তিগত দক্ষতা, উচ্চ মাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠান এবং মায়ের শিক্ষাগত যোগ্যতার বেশ ভূমিকা রয়েছে।
‘ডিটারমিন্যান্টস অব একাডেমিক পারফরম্যান্স অব দ্য স্টুডেন্টস অব পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ’ শিরোনামের এ গবেষণাটি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্চ বিভাগের অধ্যাপক রাশেদ আলম ও অধ্যাপক ড. রফিকুল ইসলাম।