![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F08%2F14%2Fcorona_symbopl_14_8_21.jpg%3Fitok%3DZ4P4UwHx%26timestamp%3D1628940198)
আজ মৃত্যু ৮৮, শনাক্তের হার ১০.৪০
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৮৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৩৬২ জন। একই সময়ে করোনা আক্রান্ত তিন হাজার ৪৩৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ সাত হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে
১১ মাস আগে