বিএনপিকে চাপে রাখতেই জিয়ার কবর নিয়ে বিতর্ক

প্রথম আলো জিয়ার মাজার, চন্দ্রিমা উদ্যান, ঢাকা প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৬

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পর দলের শীর্ষ নেতারাও একই সুরে কথা বলছেন। তবে চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরিয়ে ফেলার বিষয়টি এ মুহূর্তে সরকারের অগ্রাধিকারের মধ্যে
নেই বলেই মনে করেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা। তাঁরা বলছেন, বিষয়টি বিএনপিকে চাপে রাখার কৌশল।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে জিয়ার কবর সরানোর কোনো পরিকল্পনার কথা না থাকলেও এর পেছনে রাজনৈতিক লক্ষ্য থাকার কথা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচজন জ্যেষ্ঠ নেতা। তাঁদের কেউ কেউ মনে করেন, কবর সরানোর প্রতিক্রিয়া সামাজিক ও ধর্মীয়ভাবে নেতিবাচক হতে পারে। এ জন্য চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ আছে কি না, সেই প্রশ্ন আগে তোলা হয়েছে। কবরে জিয়ার লাশ নেই—এটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করা গেলে সেখানে কবর থাকা না থাকার গুরুত্ব আর বহন করে না। এর মাধ্যমে বিএনপির ওপর রাজনৈতিক চাপও বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও