ছোটপর্দায় দেখা যাবে স্বনামধন্য অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। তিনি নিজের চরিত্রেই অভিনয় করবেন এই ধারাবাহিকে। সেই হিন্দি ধারাবাহিকের নাম ‘চিকু কি মাম্মি দূর কি’।
সিরিয়ালের মূল চরিত্রে এক নাবালিকা (চিকু), যে মিঠুন চক্রবর্তীর মতো নাচ করে খ্যাতি অর্জন করতে চায়। মা থাকা সত্ত্বেও তারা এক সঙ্গে থাকে না। মায়ের থেকে আলাদা হয়ে গিয়েছিল ছোটবেলাতেই। তারই জীবনযুদ্ধের গল্প বলা হবে এখানে। বর্ষীয়ান অভিনেতা নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন এই ধারাবাহিকের জন্য।