![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/09/02/image-272186-1630550371.jpg)
ভ্যাকসিন সত্বেও করোনা আক্রান্ত ফারহা
করোনার দুটো ভ্যাকসিনই নিয়েও করোনা আক্রান্ত হলেন ফারহা খান। করোনার সংক্রমণের হার একটু কমতেই অন্য সকলের মতোই কাজে ফিরেছিলেন ফারহা। সাবধানতা অবলম্বন করেই কাজ করছিলেন তিনি।
কাজের ক্ষেত্রে সেই সব মানুষদের সঙ্গেই মিশছিলেন যাদের কোভিড টিকার দুটো ডোজই নেওয়া আছে। এমনকি খুব বেশি মানুষের সংস্পর্শেও আসছিলেন না তিনি। তবে তাতেও রক্ষা পেলেন না ফারহা। করোনার লক্ষণ থাকাতেই টেস্ট করান তিনি, সেই টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।