৭০ শতাংশ মানুষকে করোনা টিকা দিয়েছে ইইউ
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩২
লক্ষ্যমাত্রার এক মাস আগেই ইউরোপীয় ইউনিয়নের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ করোনা টিকা পেয়ে গেছেন৷ ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় এ ক্ষেত্রে আরো এগিয়ে গেল ইউরোপ৷
সিদ্ধান্তের ধীর গতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে নাগরিকদের জন্য করোনা টিকার ব্যবস্থা করতে ইউরোপীয় ইউনিয়নকে প্রথমদিকে বেশ বেগ পেতে হয়েছে৷ যথেষ্ট পরিমাণ টিকা সরবরাহ নিশ্চিত না করায় টিকাদান কর্মসূচিও প্রথমদিকে গতি পায়নি৷ ধীরে ধীরে সে সব দুর্বলতা কাটিয়ে উঠে সদস্য দেশগুলিতে ১২ বছরের বেশি প্রায় সব মানুষ করোনা টিকা নেবার সুযোগ পেয়েছে৷ মঙ্গলবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ইইউ দেশগুলিতে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক, অর্থাৎ ২৫ কোটিরও বেশি মানুষ করোনা টিকা পেয়ে গেছেন৷ তিনি এই বিশাল সাফল্য সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন৷