You have reached your daily news limit

Please log in to continue


সাতক্ষীরা সীমান্তে ৭৩ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরার কলারোয়া থানায় সীমান্ত এলাকা থেকে ৭৩ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি'র সাতক্ষীরা ব্যাটালিয়ন। মঙ্গলবার দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটে সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে কলারোয়া থানাধীন বজ্রবাক্স বাজার নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ১ কেজি ১৬৬ গ্রাম ৪০০ মিলিগ্রাম (১০০ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন সাতক্ষীরা এলাকার অন্যতম স্বর্ণ চোরাকারবারী মো. মনিরুল ইসলাম (৫০)। তিনি ঘরচালা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তাকে কলারোয়া থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন