বেখবর বান: অদেখা ত্রাণ
কমছে কম দেশের ১২ টি জেলার নিম্নাঞ্চল ডুবে আছে বানের পানিতে। পরিস্থিতি কেবলই অবনতির দিকে। উত্তর, উত্তর-মধ্যাঞ্চল ও মধ্যাঞ্চলের এই জেলাগুলোর বন্যা পরিস্থিতির আরো অবনতির আভাস দেয়া হয়েছে। উজানে ভারি বর্ষণ চলতে থাকায় কুড়িগ্রাম, নীলফামারী, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে বন্যার বিস্তার ঘটছে। উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, উত্তর-মধ্যাঞ্চলের জামালপুর, বগুড়া, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা; মধ্যাঞ্চলের মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর, শরিয়তপুর ও চাঁদপুর জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি করুণ। আটটি নদীর পানি ১২টি পয়েন্টে বিপদসীমার উপরে। পদ্মার পানি সুরেশ্বর ও গোয়ালন্দ পয়েন্টে, মেঘনা নদীর পানি চাঁদপুরে বিপদমার উপরে। যমুনার পানি ছয়টি পয়েন্টে বিপদসীমা ছাড়িয়ে গেছে।
আরিচা, মথুরা, সিরাজগঞ্জ, কাজীপুর, সারিষাকান্দি, বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমা পেরিয়ে উপচে পড়ছে। কোথাও কোথাও নদী ভাঙনও তীব্র রূপ নিয়েছে। ভাঙ্গনে প্রতিদিন বিলীন হচ্ছে বসত ভিটাসহ ফসলি জমি।