![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgrizzman-20210901084813.jpg)
গ্রিজম্যানকে অ্যাটলেটিকোতে ফিরিয়ে দিলো বার্সেলোনা
যেনো প্রতিদ্বন্দ্বীদের শক্তি বাড়ানোর মিশনে নেমেছে বার্সেলোনা। গত মৌসুমে নিজেদের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে তারা বিক্রি করে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাটলেটিকোকে লিগ শিরোপা জিতিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। যা হয়তো দেখেও না দেখার ভান করে রয়েছে বার্সেলোনা।
কেননা এবারের মৌসুমে নিজেদের আরেক স্ট্রাইকার অ্যান্তনিও গ্রিজম্যানকেও অ্যাটলেটিকোতে পাঠিয়ে দিলো কাতালান ক্লাবটি। তাও কি না অ্যাটলেটিকো থেকে চড়া মূল্যে কেনার পর সেই অ্যাটলেটিকোতেই লোনে পাঠালো তারা। এতে করে আরও বাড়লো অ্যাটলেটিকোর শক্তি।