একটি কলেজের ইতিবৃত্ত
১৯৬৯ সালের ৭ আগস্ট। প্রায় ৫২ বছর আগের কথা। তখন যশোরে কাজী নজরুল ইসলাম কলেজ প্রতিষ্ঠা করা হয়। তাই এ দিনটি ছিল এলাকাবাসীর কাছে একটি আনন্দের দিন, স্মরণীয় দিন। নিজে ছিলাম কলেজ প্রতিষ্ঠালগ্নের একজন শিক্ষক। আবার সাংবাদিকও। কলেজ গড়ার পেছনে এর সঠিক তথ্য ইতিহাস তুলে ধরাই একটি মহান দায়িত্ব।
১৯০৩ সালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামে তাবারক হোসেন নামে একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শিক্ষাদরদি, নিঃসন্তান। একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। তিনি স্বপ্ন দেখেন তার এলাকার কৃষক পরিবারের দরিদ্র খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা কিভাবে উচ্চশিক্ষা লাভ করবে। একদিন তার এই কলেজ গড়ার স্বপ্ন বাস্তবে রূপ নেয়।
- ট্যাগ:
- মতামত
- প্রতিষ্ঠাতা
- কলেজ শিক্ষা
- স্মরণীয়