পাচারকারীদের নজর বস্তির নারীদের দিকে
আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রগুলো শহরের বস্তিগুলোতে বসবাসরত নারীদের টার্গেট করছে। ভালো চাকরির কথা বলে তারা ওই নারীদের ভারতের বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দিচ্ছে।
গত ছয় বছরে এভাবে অন্তত ৫০ জন নারী পাচার হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে কালশীর একটি বস্তি থেকে এমন প্রায় ২০ জন নারীকে পাচার করা হয়েছে।
কালশীর ওই বস্তি থেকে চার বছর বয়সী সন্তানের এক মা গত ৬ এপ্রিল ভারতের উদ্দেশে দেশ ছাড়েন। পাচারকারীরা তাকে ৩৫ হাজার টাকা বেতনে একটা বিউটি পার্লারে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেই নারীকে প্রতিবেশী দেশটির একটি যৌনপল্লীতে নেওয়া হয়।