করোনার ক্ষতি পোষাতে এসএমই খাতে ২০ হাজার কোটি টাকা প্রয়োজন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১৮:৩৮
করোনাভাইরাস (কোভিড-১৯) পরবর্তী ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই খাতে সরকারের নীতি সহায়তার আরও অন্তত ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. আতিউর রহমান।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে এসএমই ফাউন্ডেশন ও এফইএস বাংলাদেশ আয়োজিত ‘করোনা সংকট পরবর্তী এসএমই খাতের ভবিষ্যৎ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ সুপারিশ তুলে ধরেন তিনি।