![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ftruck-20210831162349.jpg)
৮ দিন পর আবার সি-ট্রাক চলাচল শুরু
উদ্বোধনের ১১ দিনের মাথায় বিকল হওয়া জামালপুর-বগুড়া নৌরুটের বহুল কাঙ্ক্ষিত সি-ট্রাক সার্ভিস আবার চালু হয়েছে।
বন্ধের আটদিন পর মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জামালপুরের মাদারগঞ্জ-সংলগ্ন বগুড়ার সারিয়াকান্দির জামথল ফেরিঘাট থেকে ৭১ জন যাত্রী নিয়ে সারিয়াকান্দি সদরের কালীতলা ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে সি-ট্রাকটি।