![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fpolitics%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fislami-andolon-20210831125135.jpg)
‘ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না’
অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার ষড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে কঠোর আন্দোলনের হুমকিও দেয় দলটি। মঙ্গলবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দলটির পক্ষ থেকে এমন দাবি করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।