বন্দুকযুদ্ধে হত্যা–গুমের মতো ঘটনা পাশ কাটাচ্ছে মানবাধিকার কমিশন
প্রথম আলো
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১১:১৪
প্রতিষ্ঠার প্রথম কয়েক বছর জাতীয় মানবাধিকার কমিশনকে অন্তত চারটি কাজ করতে দেখা যেত। কমিশন ‘বন্দুকযুদ্ধ’, গুমের মতো ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিত, তথ্যানুসন্ধান করত ও সংবাদমাধ্যমে বিবৃতি দিত। আর বছর শেষে রাষ্ট্রপতির কাছে এ ধরনের ঘটনার বিস্তারিত বিবরণসহ জমা দিত একটি প্রতিবেদন।
এটুকু কাজেও এখন ঢিলেঢালা ভাব। অভিযোগ উঠছে বন্দুকযুদ্ধ–গুম–হেফাজতে নির্যাতনের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমিশন পাশ কাটিয়ে যাচ্ছে।