![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2016/04/28/xulhaz-mannan-mahbub-rabbi-tonoy.jpg1/ALTERNATES/w640/Xulhaz-Mannan-Mahbub+Rabbi-Tonoy.jpg)
জুলহাজ-তনয় হত্যা মামলার রায়ের অপেক্ষা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১০:৪৬
সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার রায় ঘোষণার আগে আসামিদের আদালতে হাজির করা হয়েছে। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান মঙ্গলবার বেলা ১১টার পর আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৩ অগাস্ট তিনি রায়ের জন্য এ দিন ঠিক করে দিয়েছিলেন।