![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-08%252Ffb5c4750-3db1-43a7-9147-47a9ea562bf4%252FMOJIB_1085527.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
শ্রমিকের স্বাস্থ্যবিমার ক্ষেত্রে প্রকল্প টেকসই করার তাগিদ
প্রথম আলো
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২১, ১০:২১
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বাস্থ্যবিমা সুবিধা দিতে দেশে পরীক্ষামূলকভাবে তিনটি প্রকল্প চালু করা হয়েছে। বেসরকারি তিনটি সংস্থা আলাদাভাবে এ তিনটি প্রকল্প চালু করেছে। এ তিন প্রকল্পের আওতায় ৬০ হাজার শ্রমিককে স্বাস্থ্যবিমার আওতায় আনা সম্ভব হবে।
তবে চলমান এ তিনটি প্রকল্প ২০২৩ সালের মধ্যে বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যবিমার চলমান প্রকল্পগুলোর ধারাবাহিকতা রক্ষা এবং পর্যায়ক্রমে পোশাকসহ অন্য শিল্পের শ্রমিকদেরও স্বাস্থ্যবিমার আওতায় আনার জন্য সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।