![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/08/31/023530Kabul_kalerkantho_pic.jpg)
দুই দশকের অভিযানের ইতি ঘটছে আজ
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের আনুষ্ঠানিক ইতি ঘটতে যাচ্ছে আজ। দীর্ঘ দুই দশকের এই যুদ্ধে প্রতিদিন গড়ে ৩০ কোটি ডলার খরচ করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। আর সামরিক-বেসামরিক মিলিয়ে প্রতিদিন প্রাণ দিতে হয়েছে গড়ে ৩৩ জনকে। এত অর্থ আর প্রাণক্ষয়ের পর মার্কিন সেনারা দেশটিকে যে অবস্থায় এবং যে শক্তির হাতে রেখে যাচ্ছে, তাতে আফগানদের ‘রক্তাক্ত ভাগ্য’ বদলানোর সম্ভাবনা খুব একটা নেই।