খুলনা বিভাগে ডেঙ্গু রোগী ১০০ ছাড়াল, শেষ ১৪ দিনে শনাক্ত ৫০ জন
খুলনা বিভাগে করোনার সংক্রমণ ও মৃত্যু বেশ কিছুটা কমেছে। তবে ডেঙ্গু নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই সপ্তাহ ধরে ডেঙ্গু রোগী বাড়ায় মানুষের মধ্যে এই জ্বর নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। বিভাগের বিভিন্ন উপজেলাতেও ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। রোগীদের মধ্যে ঢাকা সফরের ইতিহাস যেমন আছে, ঢাকায় না গিয়েও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এমন রোগীও আছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলায় একজন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ১০০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলো। বছরের প্রথম সাড়ে সাত মাসে (জানুয়ারি থেকে ১৫ আগস্ট) ডেঙ্গু শনাক্তের সংখ্যা ৫০ জন ছিল। গত ১৪ দিনে বাকি ৫০ জন শনাক্ত হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে