![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2019%2F01%2F24%2F35d7069e3d8bfb888249b3a03eb72b4e-5c49397309975.jpg%3Fjadewits_media_id%3D436739)
ইয়াবার জন্য এবার বাংলাদেশের ওপর দায় চাপাচ্ছে মিয়ানমার!
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১, ১৫:৪০
মিয়ানমার বলছে ইয়াবার জন্য তাদের দোষ দেওয়া ঠিক হবে না। কারণ এটি তৈরির কাঁচামাল-সিউডোফেড্রিন তাদের দেশে উৎপাদন হয় না। সিউডোফেড্রিন নাকি মিয়ানমারে যায় চীন, ভারত ও বাংলাদেশ থেকে। তাই বাংলাদেশের উচিৎ হবে মিয়ানমারকে দোষারোপ না করে সেদিকে নজর দেওয়া!
মিয়ানমারকে ইয়াবার উৎপাদনকারী হিসেবে অভিযুক্ত করার পর এভাবেই বাংলাদেশের কাছে দেশটি প্রতিক্রিয়া জানায়। তারা ইয়াবা উৎপাদনের বিষয়টি কৌশলে অস্বীকার করে বাংলাদেশকে উল্টো অভিযুক্ত করে। তবে জবাবে বাংলাদেশের পক্ষ থেকেও কড়া জবাব দেওয়া হয়েছে।