টোকিও প্যারালিম্পিক্সে রুপোজয়ী ভারতের ভাবিনা
সোনার স্বপ্ন অধরাই থেকে গেল ভাবিনাবেন প্যাটেলের। টোকিও প্যারালিম্পিক্সের ফাইনালে হেরে গেলেন ভারতের টেবিল টেনিস তারকা। মহিলাদের সিঙ্গলস ক্লাস ফোর ইভেন্টের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা চিনের মিয়াও জাংয়ের কাছে তাঁকে স্ট্রেট সেটে হারতে হল তাঁকে। ম্যাচের ফলাফল ৭-১১, ৫-১১, ৬-১১। ম্যাচ হারলেও ভাবনার লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুথ দেশের ক্রীড়া মহল। টোকিও প্যারালিম্পিকের টেবিল টেনিসের ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করে ইতিহাস রচনা করেছিলেন ভাবিনাবেন প্যাটেল। চিনের প্রতিপক্ষকে হারিয়ে পৌঁছে গিয়েছেন ফাইনালে। সোনা জিততে পারলে আরও এক ইতিহাস রচনা করতেন ভারতের এই প্যারা অ্যাথলিট। কিন্তু সেটা সম্ভব হল না। তবে জীবনের প্রথম প্যারালিম্পিক্সের ফাইনালে উঠতে পারবেন, স্বপ্নেও ভাবেননি ভাবনাবেন। ফাইনালে ওঠার পর তিনি জানিয়েছিলেন, ইচ্ছেশক্তির জোরেই এই জায়গায় পৌঁছেছেন তিনি। কোনও প্রত্যাশা নিয়ে টোকিও যাননি ভাবনাবেন। লক্ষ্য ছিল প্যারালম্পিক্সে নিজের সেরাটা দেওয়া। আর তাতেই রুপো জিতে নিলেন এই ভারতীয় প্যারা অ্যাথলিট। সেমিফাইনালে চিনের মিয়াও জাংকে ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছিলেন।
- ট্যাগ:
- খেলা
- রৌপ্য পদক
- প্যারাঅলিম্পিক